কুমিল্লায় চিকিৎসকসহ করোনা আক্রান্ত আরো ১২

কুমিল্লার বিভিন্ন উপজেলায় চিকিৎসক ও টেকনিশিয়ানসহ নতুন করে আরো ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে।

গতকাল বুধবার নতুন করে করোনা আক্রান্তের মধ্যে জেলার বুড়িচংয়ে একজন, তিতাসে দুইজন, হোমনায় একজন, দাউদকান্দিতে তিনজন, চান্দিনায় তিনজন, বরুড়ায় একজন ও চৌদ্দগ্রামে একজন রয়েছেন। 

সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তারা তথ্যগুলো নিশ্চিত করেন।

তারা জানান, চান্দিনা উপজেলায় জননী মেডিকেল সেন্টারের চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া একই উপজেলার দত্ত ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে টেকনোলজিস্ট করোনায় আক্রান্ত হয়েছে।

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন ২১৯ জনসহ মোট ১ হাজার ২৩১ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //