আশুগঞ্জে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে আল আমিন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) রাত ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। 

নিহত যুবক উপজেলার লালপুর ইউনিয়নের চরলালপুর গ্রামের বুট্টু মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন।

যুবকের মৃত্যুর পর তার বাড়ির আশপাশের সব বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

আল আমিনের চাচা আলকাস মিয়া জানান, আল আমিন বেশ কিছু দিন ধরে গলায় টনসিল সমস্যায় ভুগছিলেন। এ সমস্যা নিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে তার জ্বর ও কাশি দেখা দেয়। সোমবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, মৃতের জানাজা শেষে রাতেই লালপুর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন বলেন, জ্বর ও গলাব্যথা নিয়ে রবিবার বিকালে ভর্তি হন আল আমিন। গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে সোমবার রাতে মৃত্যুবরণ করেন তিনি।

হাসপাতালে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনার ফল পেলে তার করোনা ছিলো কিনা জানা যাবে বলেও জানান তিনি। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //