কক্সবাজারে আরো ৩৫ জনের করোনা শনাক্ত

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১৬৪ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের পজিটিভ এসেছে। এদের মধ্যে নতুন রোগী ৩৬ জন, অপর ৩ জন আক্রান্ত রোগীর ফলোআপ রিপোর্ট।

নতুন শনাক্তের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ২০ জন, উখিয়া উপজেলার ৬ জন, চকরিয়া উপজেলার ৯ জন, চট্টগ্রামের লোহাগড়ার একজন রয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বিকালে এমন তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।

গত ৫৫ দিনে মোট ৫৫০৫ জন সন্দেহভাজন রোগীর করোনাভাইরাস টেস্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তারমধ্যে ৪৯৬ জনের রিপোর্ট করোনা পজিটিভ পাওয়া গেলো।

এর মধ্যে মহেশখালীতে ২৮ জন, টেকনাফে ১৫ জন, উখিয়ায় ৫২ জন, রামু ৭ জন, চকরিয়ায় ১৪১ জন, কক্সবাজার সদরে ১৪০ জন, কুতুবদিয়ায় ২ জন এবং পেকুয়ায় ৩৭ জন রয়েছে। এর সাথে যোগ হল ২৯ জন রোহিঙ্গা।

অন্যান্যরা কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং চট্টগ্রামের সীতাকুঞ্জ, লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //