করোনাভাইরাসে চসিক কাউন্সিলরের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড কাউন্সিলর ও  আওয়ামী লীগ নেতা মাজহারুল ইসলাম চৌধুরী (৬৮) মারা গেছেন।

গতকাল মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার স্বজন ফরহাদ উদ্দিন আহমেদ বাবু এ তথ্য জানিয়ে বলেন, ১০ দিন আগে চট্টগ্রামে উনার করোনা পরীক্ষা করা হয়, তবে রিপোর্ট আসে নেগেটিভ। তারপরও ওনার তীব্র শ্বাসকষ্ট থাকায় নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে একদিন চিকিৎসাধীন থাকার পর ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শ্বাসকষ্ট ও জ্বর থাকায় ইউনাইটেডের চিকিৎসকরা আবারো তার করোনা শনাক্তকরণ পরীক্ষা করান।

তিনি আরো বলেন, দ্বিতীয়বার পরীক্ষায় করোনা পজিটিভ আসে। সেদিন বিকেলেই ইউনাইটেড হাসপাতাল থেকে মাজহারুলকে আনোয়ার খান মেডিকেলে নেয়া হয়। গত পাঁচদিন সেখানে ছিলেন। সেখানে অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে আইসিইউতে নেয়া হয়। বিকেলে অবস্থা একটু ভালোর দিকে ছিল। রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

মাজহারুল ইসলাম চৌধুরী  চট্টগ্রামের সদরঘাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালকও।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //