সুন্দরবনে ঝড়ের কবলে পড়া ৬ কিশোর উদ্ধার

সুন্দরবনে ঘুরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে পথ হারানো ৬ কিশোরকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে সুন্দরবনের মধ্যে গাছে থাকা ওই কিশোরদের উদ্ধার করে নৌ-পুলিশের সদস্যরা। পরে কিশোরদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়।

এর আগে বুধবার (২৭ মে) সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ আমড়া গাছিয়া গ্রামের  স্কুল ও মাদরাসা পড়ুয়া ৬ কিশোর সুন্দরবনে ঘুরতে যায়। বিকেলে ঝড়ের কবলে পড়ে পথ হারায় তারা। পরে ৯৯৯ এ ফোন পেয়ে শরণখোলা থানাপুলিশ তাদেরকে উদ্ধার করে।

উদ্ধার হওয়া কিশোররা হলো, দক্ষিণ আমড়া গাছিয়া গ্রামের ইমরান খলিফা, মাইনুল ইসলাম, আব্দুর রহিম, সাইমন খলিফা, জুবায়ের খলিফা ও জয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস কে আবু সাইদ জানান, বুধবার সকালে শরনখোলা উপজেলার দক্ষিণ আমড়া গাছিয়া গ্রামের স্কুল ও মাদ্রাসা পড়ুয়া ৬ কিশোর পূর্ব সুন্দরবনের ধানসাগর ফরেস্ট স্টেশন সংলগ্ন বনে ঘুরতে যায়।

তারা বনের মধ্যে প্রায় পাঁচ কিলোমিটার চলে যাওয়ার পর সন্ধ্যায় ফিরিয়ে আসার সময় তারা পথ হারিয়ে ফেলে। এরই মধ্যে কালবৈশাখী ঝড় শুরু হলে ওই কিশোররা আতংকিত হয়ে পড়ে। কিশোররা বনের মধ্যে থাকা গাছে আশ্রয় নেয়। ঝড়ের কবলে পড়া এক কিশোর বুধবার রাত ১০ টার দিকে ৯৯৯ ফোন দিলে তা আমরা বিষটি অবহিত হই।

পরে ধানসাগর নৌ পুলিশকে সাথে নিয়ে রাত ১১ টার দিকে উদ্ধার অভিযান শুরু করি। সকালে হারিয়ে যাওয়া আতংকিত কিশোরদের সুন্দরী গাছ থেকে উদ্ধার করি। পরে কিশোরদেরকে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //