বাগেরহাটে খাদ্যবান্ধব কর্মসূচির ২৭০ বস্তা চালসহ ট্রলারডুবি

বাগেরহাটের মোরেলগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৭০ বস্তা চালসহ একটি ট্রলার ডুবে গেছে।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে মোরেলগঞ্জ খাদ্যগুদাম থেকে চাল নিয়ে লক্ষ্মীখালী বাজারে যাওয়ার পথে জিউধরা ইউনিয়নের ঠাকুরানতলা গ্রাম সংলগ্ন খালে ট্রলারটি ডুবে যায়।

ট্রলারে ট্রলারে প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ২৭০ বস্তা অর্থাৎ ৮ হাজার ১‘শ কেজি চাল ছিলো।

ইউপি সদস্য ও ডিলার মোশারেফ হেসেন বলেন, মোরেলগঞ্জ খাদ্যগুদাম থেকে দুটি ট্রলারে ৫৭০ বস্তা চাল নিয়ে লক্ষ্মীখালী বাজারে যাচ্ছিলাম। যাওয়ার পথে একটি ট্রলার গাছের ওপর উঠে যায়। ২৭০ বস্তা চাল থাকা ট্রলারটি ডুবে যায়।

জিউধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা বলেন, ২৭০ বস্তা চালসহ একটি ট্রলার ডুবে গেছে। স্থানীয়দের সহযোগিতায় খাল থেকে চাল উদ্ধার শুরু করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //