জামালপুরে বন্যায় ৪ জনের অস্বাভাবিক মৃত্যু

জামালপুরে বন্যার পানিতে যুবক, কৃষক ও শিশুসহ চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) পৃথক তিনটি দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে মাদারগঞ্জ উপজেলায় বন্যার পানিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবক ও পানিতে ডুবে এক কৃষকের মৃত্যু হয়। এছাড়া বকশিগঞ্জ উপজেলায় বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার মাদারগঞ্জের গুণারীতলা ইউনিয়নের আমলিতলায় শুক্রবার দুপুরে বন্যার পানিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবক মারা যান।

নিহতরা হলেন- আমলিতলা গ্রামের মো. বদিউজ্জামানের ছেলে আরিফ মিয়া (২৫) ও ফকির মাহমুদের ছেলে এখলাছ (৩০)।

নিহত আরিফের বাবা বদিউজ্জামান জানান, সেচপাম্পের সংযোগ বন্যার পানিতে তলিয়ে ছিলো। এসময় আরিফ ও এখলাছ পানিতে নামার সাথে সাথে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

মাদারগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে একই উপজেলায় (মাদারগঞ্জ) বন্যার পানিতে ডুবে কমল মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কমল মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের বেড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

জোড়খালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম জানান, শুক্রবার সকালে ক্ষেতে যাওয়ার সময় খালের পানিতে পড়ে নিখোঁজ হন ওই কৃষক। দুপুরে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।

এদিকে জেলার বকশীগঞ্জে বন্যার পানিতে ডুবে জিসান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি উপজেলার কাগমারী গ্রামের ইজাদ আলীর ছেলে।

শিশুর বাবা ইজাদ আলী জানান, শুক্রবার দুপুরে জিসান বাড়ির উঠোনে খেলছিলো। এসময় পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশে বন্যার পানি পড়ে যায়। আশেপাশে খোঁজাখুঁজির পর বন্যার পানিতে ভেসে উঠা লাশ উদ্ধার করে স্থানীয়রা।

বকশীগঞ্জ পৌর মেয়র মো. নজরুল ইসলাম সওদাগর খবরটি নিশ্চিত করেছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //