মানিকগঞ্জে আরো ৭৮ জনের করোনা শনাক্ত

মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায়  নতুন করে আরো ৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০৯ জনে। 

শুক্রবার (১০ জুলাই) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল  কর্মকর্তা রফিকুন নাহার বন্যা তথ্যটি নিশ্চিত করে জানান, এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫২৭ জন। আক্রান্তদের মধ্যে ৮ জন জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এবং ১৭৪ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন। আর করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত জেলায় মারা গেছেন ১৮ জন।

তিনি জানান, গত ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত পাঠানো নমুনার ফলাফল এসেছে।

নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার ৪০ জন রয়েছেন। এদের মধ্যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, সাংবাদিক, ফার্মাসিস্ট ও তিনজন নার্স রয়েছেন।

এ ছাড়া সিংগাইর উপজেলার ৯ জন, ঘিওরে ৬ জন, শিবালয়ে ৯ জন, হরিরামপুরে ২ জন, দৌলতপুরে ৭ জন ও সাটুরিয়া উপজেলায় ৭ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //