বাগেরহাটে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাট জেলা ব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বাগেরহাট জেলা জজ আদালত চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশীদ।

তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটে নানা ইতিবাচক উদ্যোগ নিয়েছিলাম। এর মধ্যে অনেককিছু আমরা বাস্তবায়ন করেছি। মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাট জেলার ৯ উপজেলায় এক লক্ষ ৮২ হাজার ৯‘শ ২৫টি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছি। এর মধ্যে আমলকি, হরতকি, বহেরা, লেবু, ডালিম, তেতুল, আমড়া, জারুল, অর্জুনসহ নানা প্রকার ফলোজ, বনোজ ও ঔষধি গাছ রয়েছে। 

৩০ সেপ্টেম্বরের মধ্যে এসব চারা রোপন শেষ হবে বলে জানান তিনি।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মাদ বেলায়েত হোসেন, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: আবুল কালাম, বাগেরহাট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মাদ আলীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //