কুমিল্লায় করোনায় ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। সেই সাথে উপসর্গ নিয়ে মারা গেছেন আরো দুইজন।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন আজ শনিবার এ তথ্য জানিয়েছেন।

এ নিয়ে কুমিল্লায় কভিড-১৯ হাসপাতালে ৫১ দিনে মারা গেছেন ২৬১ জন। বর্তমানে করোনা পজেটিভ নিয়ে ৪২ ও উপসর্গ নিয়ে ৮৪ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) করোনা পজেটিভ নিয়ে দুইজন ও উপসর্গ থাকা ১৭ জন ভর্তি আছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কভিডের উপসর্গ শ্বাসকষ্ট, জ্বর, সর্দি নিয়ে হাসপাতালের আইসিইউয়ে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে মারা গেছেন কুমিল্লার লাকসাম উপজেলার ৮৫ বছরের এক বৃদ্ধ, সকাল ১০টায় মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া এলাকার ৫৫ বছরের এক পুরুষ ও রাত ৮টা ১১ মিনিটে আইসোলেশন ওয়ার্ডে মারা গেছেন মনোহরগঞ্জ উপজেলার ৭০ বছরের এক বৃদ্ধ।

এছাড়া করোনা নিয়ে হাসপাতালের আইসিইউয়ে গতকাল সকাল ৯টার দিকে মারা গেছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া এলাকার ৬০ বছরের এক পুরুষ, গতকাল দিবাগত রাত ১টায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার খেতাসার এলাকার ৮০ বছরের এক বৃদ্ধা ও বিকেল সাড়ে ৫টায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৪৫ বছরের এক পুরুষ।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুসারে কুমিল্লায় করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন আরো ৩১ জন। জেলায় এখন পর্যন্ত সর্বমোট ৫ হাজার ১০৮ জন করোনা আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছে ৩ হাজার ৯৬ জন।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //