লালমনিরহাটে ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকদের মানববন্ধন

ন্যায্য মজুরির দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছে লালমনিরহাট লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন। 

রবিবার (২৬ জুলাই) বেলা ১২টা থেকে ঘন্টাব্যাপী ঢাকা-বুড়িমারী মহা সড়কে আয়োজিত এ মানববন্ধনে বাফা সার গোডাউন, কোল্ড স্টোরেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ৩ শতাধিক সাধারণ শ্রমিক অংশ নেয়। 

সদর উপজেলা লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন সদর উপজেলা সভাপতি মমিনুল ইসলাম বাবু, শ্রমিক নেতা জাহিদুল ইসলাম জাহিদ, নুর জামাল, মন্জুর আলম প্রমুখ। 

মানববন্ধনে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে আসছে। করোনা পরিস্থিতির কারণে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছে অনেক শ্রমিক। পরিবার পরিজন নিয়ে তারা অনেক কষ্টে দিনাতিপাত করছেন। এমন সময় আমরা সরকারী কোন সহযোগিতাও পাচ্ছি না। 

তারা বলেন, করোনা পরিস্থিতির এই সময় অনেক প্রতিষ্ঠান শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করছে। তারা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন মজুরি কমিশন বোর্ড কর্তৃক ঘোষিত গেজেট অনুযায়ী শ্রমিকের মজুরির দাবি জানান। পরে শ্রমিকরা মুখে মাস্ক ও কাপড় বেঁধে মৌন মিছিল বের করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //