লালমনিরহাটের ১৮ সংবাদকর্মীকে প্রধানমন্ত্রীর প্রণোদনা

লালমনিরহাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ১৮ জন সংবাদকর্মীকে প্রণোদনা দিয়েছে প্রধানমন্ত্রী। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ১৮ জনকে শেখ হাসিনার বিশেষ সহায়তার ১০ হাজার টাকার অ্যাকাউন্ট পে চেক প্রদান করা হয়।

প্রধানমন্ত্রীর সহায়তার চেক প্রাপ্ত সংবাদকর্মীরা হলেন- দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি আহমেদুর রহমান মুকুল, চ্যানেল টোয়েন্টিফোর টেলিভিশনের স্টাফ রিপোর্টার (লালমনিরহাট) মিলন পাটোয়ারী, সাপ্তাহিক লালমনিরহাট বার্তার সম্পাদক ও প্রকাশক এবং বিটিভি ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি এসএম শফিকুল ইসলাম কানু, প্রথম আলোর জেলা প্রতিনিধি আবদুর রব সুজন, দ্য ডেইলী স্টারের নিজস্ব সংবাদদাতা (লালমনিরহাট ও কুড়িগ্রাম) এস দিলীপ রায়, দৈনিক সমকাল ও এটিএন বাংলা এবং এটিএন নিউজের জেলা প্রতিনিধি সহকারি অধ্যাপক আনোয়ার হোসেন স্বপন, দৈনিক জনকণ্ঠ ও বাংলাদেশ সংবাদ সংস্থার নিজস্ব সংবাদদাতা (লালমনিরহাট) প্রভাষক জাহাঙ্গীর আলম শাহীন, যমুনা টেলিভিশন ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং খোলা কাগজের জেলা প্রতিনিধি শরীরচর্চা শিক্ষক আনিছুর রহমান লাডলা, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি উত্তম কুমার রায়, আরটিভির স্টাফ রিপোর্টার (লালমনিরহাট) হাসান-উল-আজিজ, বৈশাখী টেলিভিশন ও দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটন, ডিবিসি টেলিভিশন চ্যানেলের জেলা প্রতিনিধি মাজেদ মাসুদ, ইনডিপেন্ডেন্ট টেলিভিশন চ্যানেলের জেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম বিপু, গাজী টেলিভিশন চ্যানেল ও সারাবাংলা ডটনেটের জেলা প্রতিনিধি আলতাফুর রহমান আলতাফ, দৈনিক জনতার জেলা প্রতিনিধি আশরাফুল আলম দৌলত, একুশে টেলিভিশন ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি গোকুল রায়, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি লাভলু শেখ এবং দেশ টেলিভিশন ও দৈনিক ভোরের কাগজ এবং দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি বেলাল হোসেন।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //