লালমনিরহাট পৌরসভায় মশা নিধন কার্যক্রম শুরু

লালমনিরহাট পৌরসভার উদ্যোগে শহরে মশা নিধন কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দিনব্যাপী পৌর এলাকার বিভিন্ন ডোবা-নালা, ড্রেন ও পরিত্যক্ত জলাশয়ে মশা নিধন করা হয়। 

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মিশন মোড় এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু। 

এ সময় উপস্থিত ছিলেন- পৌরসভার মেডিকেল অফিসার শরিফ মোহাম্মদ বজলুল হক, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর বিশ্বজিৎ কুমার বণিকসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

শহরবাসীকে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহি রোগ থেকে রক্ষা করতে পৌরসভার এ মশা নিধন কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

বিষয় : লালমনিরহাট

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //