শুটিং বন্ধের সময় বাড়লো

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ছিলো সব ধরনের শুটিং। তবে সেটি বেড়ে দাঁড়ালো ৪ এপ্রিল পর্যন্ত।

বিষয়টি চূড়ান্ত হয় টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিরেক্টর গিল্ড, অভিনয় শিল্পী সংঘের নেতাদের যৌথ সিদ্ধান্তে।

ডিরেক্টরস গিল্ডের সভাপতি অভিনেতা-নির্মাতা সালাউদ্দিন লাভলু বলেন, ‘আমরা আসলে সরকারের পথ অনুসরণ করছি। সরকার ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ অবস্থায় সাংগঠনিক মিটিং করে ৩১ মার্চ থেকে বাড়িয়ে ৪ এপ্রিল পর্যন্ত শুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা। পরিস্থিতি পর্যবেক্ষণ করে শুটিং শুরু বা পেছানোর তারিখ জানিয়ে দেবো।’

করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের প্রায় সকল সিনেমা ও বিজ্ঞাপনের শুটিংও বন্ধ রয়েছে। শুটিং করতে গিয়ে বরিশালে আটকা পড়েছে সিয়াম-পরীমনির সিনেমার ইউনিট। এছাড়া ২ এপ্রিল পর্যন্ত দেশের সব সিনেমা হলও বন্ধ রাখার ঘোষণা এসেছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //