ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯, ০২:২৩ পিএম | আপডেট: ৩০ নভেম্বর ২০১৯, ০৬:৪৭ পিএম
উসমান খান। ছবি: বিবিসি
যুক্তরাজ্যের লন্ডন ব্রিজের ওপর ছুরি হামলাকারী আগেও সন্ত্রাসবাদের অপরাধে সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন এবং গত বছর তিনি মুক্তি পেয়েছেন। দেশটির পুলিশ আজ শনিবার একথা জানায়।
উসমান খান নামের ২৮ বছর বয়সী ওই ব্যক্তি গত বছরের ডিসেম্বরে অনুমতিসাপেক্ষে জেল থেকে ছাড়া পান।
মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার নেইল বসু এক বিবৃতিতে জানান, সন্ত্রাসবাদ সংক্রান্ত অপরাধে ২০১২ সালে দণ্ডিত উসমান তাদের কাছে আগে থেকেই পরিচিত। তিনি ২০১৮ সালের ডিসেম্বরে অনুমতিসাপেক্ষে জেল থেকে ছাড়া পেয়েছিলেন। এর মধ্যেই তিনি কীভাবে এ হামলা চালালেন, স্পষ্টতই আমাদের তদন্তের অন্যতম প্রধান বিষয় থাকবে এটি।
শুক্রবারের হামলায় দুইজন নিহত ও আরও তিনজন আহত হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
এই হামলার ঘটনা দু’বছর আগের লন্ডন ব্রিজের ওপর চালানো তিন ব্যক্তির এক হামলার ঘটনাকে মনে করিয়ে দেয়। তখন ওই হামলায় আটজন নিহত হয়।- এএফপি ও বিবিসি
মন্তব্য করুন
ABOUT CONTACT ARCHIVE TERMS POLICY ADVERTISEMENT
প্রধান সম্পাদক: ইলিয়াস উদ্দিন পলাশ | প্রকাশক: নাহিদা আকতার জাহেদী
প্রধান সম্পাদক: ইলিয়াস উদ্দিন পলাশ
প্রকাশক: নাহিদা আকতার জাহেদী
নির্বাহী সম্পাদক: আরশাদ সিদ্দিকী
নির্বাহী সম্পাদক: আরশাদ সিদ্দিকী | ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
© 2019 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh