রসুনে রসানো পাউরুটি

পাউরুটি দিয়ে বিভিন্ন পদের খাবার তৈরি করা যায়। আর এই খাবারগুলো মুখরোচকও বটে। বিকেলের স্ন্যাকস ও নাসতায় রসুনে রসানো পাউরুটি তৈরি করতে পারেন। ছোট বড় সকলের কাছে বেশ গ্রহণযোগ্য হবে।

জানুন রসুনে রসানো পাউরুটির রেসিপি সম্পর্কে: 

উপকরণ:

পাউরুটি ৬ পিস

মিহি কুচি করা রসুন ১ টেবিল চামচ

কাঁচা মরিচ কুচি ১ চামচ

মাখন ২৫ গ্রাম

কোরানো চিজ ১/২ কাপ

ধনে পাতা কুচি ১ টেবিল চামচ। 

প্রণালি:

পাউরুটি বাদে সব উপকরণ একটি পাত্রে নিন। এরপর সবগুলো ভালো করে ফেটিয়ে, পাউরুটির ওপর ভালো করে চিজের মিশ্রণ মাখিয়ে দিন। ২০০ ডিগ্রিতে ওভেন ৫ মিনিট প্রি হিট করে চিজ মাখানো পাউরুটি ওভেনে দিয়ে দিন। ৮ থেকে ১০ মিনিট বেক করুন। ব্যাস, তৈরি হয়ে যাবে রসুনে রসানো পাউরুটি। এবার গরম গরম পরিবেশন করুন।  

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //