চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬তে যারা

উয়েফা চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমের নক-আউট পর্ব নিশ্চিত করল সেরা ১৬ দল।


দ্বিতীয় রাউন্ডে জায়গা পেল যারা

গ্রুপ চ্যাম্পিয়ন

বার্সেলোনা (স্পেন), বায়ার্ন মিউনিখ (জার্মানি), জুভেন্টাস (ইতালি), লাইপজিগ (জার্মানি), লিভারপুল (ইংল্যান্ড), ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড), পিএসজি (ফ্রান্স), ভালেন্সিয়া (স্পেন)।

গ্রুপ রানার্সআপ

আটলান্টা (ইতালি), অ্যাতলেটিকো মাদ্রিদ (স্পেন), চেলসি (ইংল্যান্ড), বরুসিয়া ডর্টমুন্ড (জার্মানি), অলিম্পিক লিওঁ (ফ্রান্স), নাপোলি (ইতালি), রিয়াল মাদ্রিদ (স্পেন), টটেনহ্যাম হটস্পার (ইংল্যান্ড)।


নিয়ম অনুযায়ী জানা গেছে, নকআউট পর্বে এক গ্রুপের চ্যাম্পিয়ন দলের সঙ্গে খেলবে অন্য গ্রুপের রানার্সআপ দল। তবে এই রাউন্ডে একই ঘরোয়া লিগে খেলা দুই দল প্রতিপক্ষ হবে না।

শেষ ষোলোর ড্র আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আগামী ১৮, ১৯, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি হবে প্রথম লেগের খেলা। আর দ্বিতীয় লেগের খেলা ১০, ১১, ১৭ ও ১৮ মার্চ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //