শীর্ষে উঠলেও শিরোপা হারানোর শঙ্কায় বার্সেলোনা

স্প্যানিশ লা লিগায় ফের শীর্ষে উঠেছে বার্সেলোনা। শনিবার সেল্টা ভিগোর মাঠে গিয়ে দুই পয়েন্ট হারিয়ে এসেছে মেসিরা। স্বাগতিকদের সাথে ২-২ গোলে ড্র করায় লিগ জেতার আশাও ফিকে হয়ে গেলো।

ম্যাচের ২০ মিনিটেই বার্সাকে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। মেসির ফ্রি-কিক থেকে বুদ্ধিদীপ্ত হেডে জালের দেখা পান সুয়ারেজ। কিন্তু সুয়ারেজের এই গোলকে শোধ করে দেন ফেদর স্মোলভ। ৫০ মিনিটে তিনি সেল্টা ভিগোকে সমতায় ফেরান।

৬৭ মিনিটে আবারো বার্সাকে এগিয়ে দেন সুয়ারেজ। কিন্তু লিড ধরে রাখতে ব্যর্থ হলো বার্সার ডিফেন্ডাররা। ম্যাচ শেষ হওয়ার ২ মিনিট আগে বার্সা শিবিরকে হতাশায় ডুবান ইয়াগো আসপাস। তার অসাধারণ ফ্রি-কিকে ম্যাচ সমতায় রেখে মাঠ ছাড়ে সেল্টার ফুটবলাররা।

৩২ ম্যাচ শেষে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে রিয়ালের পয়েন্ট ৬৮। ১ পয়েন্ট পিছিয়ে জিদানের শিষ্যরা। এস্পানিওলের বিপক্ষে পরের ম্যাচ রিয়ালের। এই ম্যাচে রিয়াল হারলেই কেবল বার্সা এগিয়ে থাকবে। রিয়াল জিতলে ২ পয়েন্ট এগিয়ে যাবে। আর তা হলে লা লিগা শিরোপার আরো কাছে চলে যাবে রিয়াল মাদ্রিদ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //