কুষ্ঠ রোগের ওষুধ বিনামূল্যে বিতরণের আহ্বান প্রধানমন্ত্রীর

কুষ্ঠ রোগের ওষুধ উৎপাদন ও বিনামূল্যে বিতরণের জন্য দেশের ওষুধ কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে কুষ্ঠবিষয়ক জাতীয় সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

কুষ্ঠ রোগীদের ভালোভাবে চিকিৎসা দিতে চিকিৎসকদের প্রতি অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদেরকে অনুরোধ করবো প্রাথমিক পর্যায় থেকেই যেন এসব রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। এতে করে তাদের চিকিৎসার খরচটাও অনেকটা কমে যাবে।’

নতুন কেউ যেনো এ রোগে আক্রান্ত না হয়; সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কুষ্ঠ রোগীদের মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। যেই এলাকাগুলোতে এই রোগ বেশি; সেদিকে বেশি দৃষ্টি দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে কুষ্ঠ রোগ নিয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি হয়েছে। সবচেয়ে যেটা আগে প্রয়োজন সামাজিকভাবে সচেতনতা সৃষ্টি করা, তাছাড়া সাধারণ মানুষকে বলতে চাই তারা আমাদের সমাজের একজন। এতটুকু বলতে চাই তাদের দূরে ঠেলে দেবেন না। যদি এ ধরনের লোক পাওয়া যায় তাদের সহানুভূতির সঙ্গে দেখা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং তারা যেন ভালো চিকিৎসা পান তার ব্যবস্থা করা এটা একান্তভাবে প্রয়োজন।

তিনি আরো বলেন, ১৯৯৬ সালে কুষ্ঠরোগীর চিকিৎসার জন্য যে উদ্যোগটা নেয়া হয়েছিল তার শুভ ফলটাও আমরাও দেখেছি। যেসব এলাকায় এ রোগ দেখা যাচ্ছে সেখানে বিশেষ দৃষ্টি দিতে হবে। সেখানে চিকিৎসা ও সচেতনতা সৃষ্টি করতে হবে এবং মানুষের থাকা খাওয়ার সবদিকে দৃষ্টি দিতে হবে।

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রতিটি ইউনিয়নে ১০ শয্যার হাসপাতাল গড়ে তোলার পদক্ষেপ নিয়েছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ও দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের পদক্ষেপ হিসেবে কমিউনিটি ক্লিনিক কার্যক্রমের মাধ্যমে দেশের গ্রামগুলোতে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, আমার স্বামীর চাকরির সুবাদে আমি যখন মহাখালী কোয়াটারে থাকতাম তখন সেখানে বেশ কিছু কুষ্ঠরোগী আসতো। আমি তাদের খেতে দিতাম এবং টাকা-পয়সা দিয়ে সাহায্য করতাম। আবার যখন বিরোধীদলীয় নেতা ছিলাম এবং মিন্টো রোডে বসবাস করতাম তখনও সেখানে কুষ্ঠরোগী যেত। তাদেরও সাহায্য করতাম। প্রথম প্রথম অনেকে তাদের কাছে যেত না, তারপর আমি যখন যাওয়া শুরু করলাম তখন সবাই যাওয়া শুরু করল। তখন থেকেই ভাবতাম কোনোদিন ক্ষমতায় গেলে কুষ্ঠরোগীদের জন্য স্বাস্থ্যসেবার ব্যবস্থা করব।

শেখ হাসিনা বলেন, ক্ষমতায় যাওয়ার পর এই কুষ্ঠরোগীদের জন্য গাজীপুরে আশ্রয়ণ প্রকল্প করা হলো। ৭০টি পরিবারকে সেখানে আশ্রয় দেয়া হলো। সরকারির পাশাপাশি বেসরকারিভাবেও অনেকে এগিয়ে এল। সেখানে বসবাস করা অনেকেই এখন রোগমুক্ত হয়েছে। তারা এখন সমাজের অন্য মানুষের সঙ্গে কাজ করে জীবিকা নির্বাহ করছে। তাদের এখন আর ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে না। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //