করোনার ঝুঁকি সাধারণ ফ্লু’র মতোই: অক্সফোর্ড গবেষক

করোনার কারণে পুরো বিশ্ব বিপর্যস্ত। ভ্যাকসিন আবিষ্কারের প্রচেষ্টা চালাচ্ছে বিজ্ঞানীরা। অনেক দেশে কিছু ভ্যাক্সিন আবিষ্কার হয়েছে। অসংখ্য মানুষের মৃত্যু রোধে এরইমধ্যে ব্রিটেনসহ বেশ কয়েকটি দেশ করোনার টিকার হিউম্যান ট্রায়াল শুরু করে দিয়েছে। 

তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মহামারি বিশেষজ্ঞ অধ্যাপক সুনেত্রা গুপ্ত জানিয়েছেন, সাধারণ ফ্লু বা জ্বরের ক্ষেত্রে যতোটা ঝুঁকি থাকে করোনার ক্ষেত্রে একজন সম্পূর্ণ সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষেরও ঠিক ততোটাই ঝুঁকি রয়েছে। যারা বয়স্ক বা যাদের আগে থেকেই কোনো বড় রকমের স্বাস্থ্য সমস্যা রয়েছে, কেবল তাদের ক্ষেত্রেই করোনায় বিশেষ ঝুঁকি রয়েছে।

এই গবেষকের মতে, বেশিরভাগ মানুষেরই করোনা টিকা নেয়ার প্রয়োজন হবে না। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তাদের এই টিকা নেয়ার প্রয়োজন নেই।

বৃহস্পতিবার (২ জুলাই) হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে সুনেত্রা বলেন, অধিকাংশ মানুষের জন্য এই ভাইরাস দুশ্চিন্তার কারণ নয়। যাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা দুর্বল, কেবলমাত্র তাদের ক্ষেত্রেই প্রতিষেধক করোনায় স্বাস্থ্যহানীর ঝুঁকি কমানোর পক্ষে সহায়ক হতে পারে। 

তিনি বলেন, তবে অধিকাংশ মানুষেরই ক্ষেত্রেই এই ভাইরাস নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।

সুনেত্রা মনে করেন করোনা খুব সহজেই মোকাবেলা সম্ভব। তিনি বলেন, ইনফ্লুয়েঞ্জার চেয়েও এ ক্ষেত্রে মৃত্যুর হার কম। তাই প্রতিষেধক এসে গেলে খুব সহজেই করোনার মোকাবিলা করা সম্ভব হবে। তার মতে, লকডাউন জারি করে করোনা সংক্রমণ অনেকটাই ঠেকানো সম্ভব হয়েছে। তবে লকডাউন কখনোই করোনা সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে না।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //