যেসব রোগের কারণে ঘ্রাণশক্তি চলে যায়

করোনাকালে ঘ্রাণশক্তি চলে যাওয়া এক আতঙ্কের নাম। অনেকেই ভাবেন স্বাদ ও ঘ্রাণ না পাওয়া মানেই করোনা পজিটিভ। কিন্তু তা পুরোটা সত্য নয়। এটা ঠিক যে, ঘ্রাণশক্তি না পাওয়া করোনার অন্যতম উপসর্গ। তবে আরো অন্যান্য কারণেও ঘ্রাণশক্তি চলে যেতে পারে। 

মূলত অলফেক্টরি নামক একটি নার্ভের মাধ্যমে আমরা নাকে ঘ্রাণ বা গন্ধ পাই। এটি আমাদের নাকের উপরি অংশে ছড়ানো রয়েছে। যা সরাসরি মস্তিষ্কের সাথে যুক্ত। কোনো কারণে এ নার্ভটি অকার্যকর হয়ে গেলে আমরা ঘ্রাণ বা গন্ধ পাই না। 

যেসব রোগের কারণে  ঘ্রাণশক্তি চলে যায় তা হলো: 

১. ঠান্ডা বা এলার্জিজনিত সমস্যার কারণে। 

২. নাকের ভেতরে বা সাইনাসে পলিপাস হয়ে নাকের ছিদ্র বন্ধ থাকলে।

৩. এজিথ্রমাইসিন, এমপিসিলিন, জিটিএন, ক্যাপট্রোপিল ইত্যাদি ওষুধ খাওয়ার কারণে।

৪. জীবাণুনাশক ওষুষের সংস্পর্শে এলে। এমনকি বয়সজনিত কারণেও ঘ্রাণশক্তি পাওয়া যায় না। 

৫. মাথায় আঘাত পেলে, মস্তিষ্কে রক্তক্ষরণ-স্ট্রোক হলে ঘ্রাণশক্তি লোপ পায়। 

৬. কোকেইন, হিরোইন, ইয়াবা প্রভৃতি নেশা জাতীয় দ্রব্য নাক দিয়ে গ্রহণ করলে। 

৭.আলঝেইমার, পারকিনসন ডিজিজ ইত্যাদির কারণেও ঘ্রাণ ও স্বাদ পাওয়া যায় না। 

৮. মুখে বা গলায় ক্যান্সার হলে রেডিও থেরাপি নিলে ঘ্রাণশক্তি লোপ পায়। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //