করোনাকালে ‘ভিটামিন সি’ কতটা জরুরি

করোনাভাইরাসের কারণে বিশ্বের সবাই আতঙ্কিত জীবন যাপন করছে। কিভাবে মুক্তি মিলবে এই ভাইরাস থেকে? অথবা কোন জাতীয় খাবার খেলে দেহে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা- এ নিয়ে প্রতিনিয়ত চলছে নানা আলোচনা-সমালোচনা।

তবে নানা পর্যবেক্ষণের পর অনেকের মনে করছে- ভিটামিন সি জাতীয় খাদ্য কভিড মোকাবিলায় ভূমিকা রাখে। তবে ধারণাটা সঠিক নয় বলে জানিয়েছেন গবেষকরা। 

কারণ, ভিটামিন সি সাধারণত এ  ভাইরাসের সংক্রমণ ঠেকায় না। তবে রোগ হওয়ার পর তার প্রকোপ কম রাখতে সাহায্য করে। সাহায্য করে ভোগান্তির সময়কাল কমাতেও।

এদিকে, ‘চাইনিজ জার্নাল অফ ইনফেকশাস ডিজিজে’ প্রকাশিত এক প্রতিবেদনে- কভিড-১৯ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগিকে যদি বেশি মাত্রায় ভিটামিন সি দেওয়া যায় তাহলে শিরার মাধ্যমে তার ফুসফুসের কার্যকারিতা কিছুটা বাড়ার সম্ভাবনা আছে। তাতে কৃত্রিম শ্বাসযন্ত্র তথা ভেন্টিলেটরের প্রয়োজন কিছুটা কমতে পারে।

ওই রিভিউ স্টাডি থেকে জানা গেছে- এক্ষেত্রে এমন ব্যক্তির ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে থাকার প্রয়োজনীয়তা ৮ শতাংশ কমতে পারে। আর ভেন্টিলেটরের প্রয়োজন কমতে পারে ১৮ শতাংশ। তবে এ সবই রয়েছে ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //