করোনায় মারা গেলেন মেক্সিকান গায়ক অস্কার চাভেজ

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন মেক্সিকোর অন্যতম শীর্ষ জনপ্রিয় সংগীতশিল্পী অস্কার চাভেজ (৮৫)। 

মেক্সিকোর একটি হাসপাতালে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মারা যান তিনি। করোনার উপসর্গ থাকায় গত মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মেক্সিকোর সংস্কৃতি সচিব আলেজান্দ্রা ফ্রাস্টো। 

তিনি টুইটারে লেখেন, আপনাকে ধন্যবাদ অস্কার চাভেজ।  আপনার জীবন ঠিক আপনার উপযোগী এক অভিযান ছিল।  আপনার সংগ্রাম ও সংগীতের সঙ্গী, স্বজন, বন্ধুদের প্রতি আমার গভীর সহানুভূতি জানাই। 

চাভেজ সবচেয়ে জনপ্রিয় ছিলেন তার লোকগীতি শৈলীর প্রতিবাদী গানের জন্য। তার গানে দেশটির দুর্নীতিবাজ রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রতিবাদ ফুটে উঠত। তার এরকমই একটি গান ছিলো ‘লা ক্যাসিটা’ (দ্য লিটল হাউজ)। 

মেক্সিকোতে এখন পর্যন্ত ১৯ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে অন্তত ১৮৫৯ জন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //