চীনে মুক্তি পাচ্ছে ক্রিস্টোফারের ‘টেনেট’

করোনা প্রকোপের কারণেই বারবার বদলে গিয়েছে ‘টেনেট’ সিনেমাটি মুক্তির তারিখ। এবার হয়তো প্রতিক্ষার প্রহর শেষ হচ্ছে। আগামী ৪ সেপ্টেম্বর চীনে মুক্তি পাচ্ছে ক্রিস্টোফারের এসপিওনাজ ড্রামা ‘টেনেট’। সম্প্রতি একটি ভিডিও বার্তায় এ তথ্য জানান তিনি।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘‘আমি বরাবরই এপিক ইভেন্ট নিয়ে ছবি করি। ‘টেনেট’কেও যতটা বড় মাপের বানানো যায়, ততটাই করেছি। সিনেমার পাখায় ভর করে অন্য পৃথিবীতে পালিয়ে যেতে আমি ভালোবাসি। এই ছবির অ্যাকশন চীনের দর্শকের ভালো লাগবে বলে আশা রাখছি।’’

করোনার প্রকোপ বাড়তেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসকে ‘চীনা ভাইরাস’ বলে বারবার কটাক্ষ করেছিলেন। ‘টিকটক’-সহ প্রায় ৫৯টি চীনা অ্যাপ ভারত নিষিদ্ধ করার পরে, আমেরিকাও ‘টিকটক’-এর ভবিষ্যৎ নিয়ে ভাবছে। এই পরিস্থিতিতে চীনের দর্শকের জন্য নোলানের বার্তা ইঙ্গিতপূর্ণ বটেই।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //