করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ছাড়ালো ৪৭ হাজার

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাস মহামারিতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে মৃত্যুর সংখ্যাও বাড়ছে।

মহামারিতে মৃতের সংখ্যা ৪৭ হাজার ছাড়িয়েছে ও আক্রান্ত হয়েছে ৯ লাখের বেশি মানুষ। 

আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৯টার তথ্য অনুসারে, বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪৭ হাজার ২৪৫ জনে (২০ শতাংশ) দাঁড়িয়েছে। 

নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৯ লাখ ৩৫ হাজার ৯৫৭ জন। এদের মধ্যে বর্তমানে ৬ লাখ ৯৪ হাজার ২৩২ জন চিকিৎসাধীন এবং ৩৫ হাজার ৪৭৮ জন (৫ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এছাড়া করোনাভাইরাস আক্রান্ত ২ লাখ ৪১ হাজার ৫১৮ জনের মধ্যে ১ লাখ ৯৪ হাজার ২৮৬ জন (৮০ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

তিন মাস আগে চীনের উহানে প্রথম সংক্রমণ ঘটার পর ইউরোপকে বিপর্যস্ত করে এখন যুক্তরাষ্ট্র হয়ে উঠেছে করোনাভাইরাস মহামারীর নতুন কেন্দ্র। গত ১ মার্চ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে হাতেগোনা কয়েকজন হলেও এক মাসের ব্যবধানে এই সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১৫ হাজার ২১৫ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ হাজার ১১০ জনের।

করোনায় গত এক মাসেই মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইতালি। দেশটিতে এ পর্যন্ত ১৩ হাজার ১৫৫ জন প্রাণ হারিয়েছেন, আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৫৭৪ জন।

মৃতের হিসেবে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে মৃতের সংখ্যা ৯ হাজার ৩৮৭ জন। মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৪ হাজার ১১৮ জন।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৫৫৪ জন। এর মধ্যে তিন হাজার ৩১২ জনের মৃত্যু হয়েছে। 

ইরানে আক্রান্ত হয়েছে ৪৭ হাজার ৫৯৩৫ জন। এর মধ্যে ৩ হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে।

ফ্রান্সে আক্রান্ত হয়েছে ৫৬ হাজার ৯৮৯ জন ও এর মধ্যে ৪ হাজার ৩২ জন মারা গেছে।

জার্মানিতে আক্রান্ত ৭৭ হাজার ৯৮১ জন ও মৃত্যু হয়েছে ৯৩১ জনের। 

যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৪৭৪ জন ও মৃত্যু হয়েছে ২ হাজার ৩৫২ জনের।

নেদারল্যান্ডসে ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৬১৪ জন ও মৃত্যু হয়েছে এক হাজার ১৭৩ জনের।

দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৯৭৬ জন ও তাদের মধ্যে মৃত্যু হয়েছে ১৬৯ জনের।

ভারতে আক্রান্তের সংখ্যা এক হাজার ৯৯৮ জন ও এর মধ্যে ৫৮ জনের মৃত্যু হয়েছে।

পাকিস্তানে আক্রান্ত হয়েছে ২ হাজার ১১৮ জন ও এর মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মহামারীর বিপজ্জনক এই রূপ দেখে নভেল করোনাভাইরাস মোকাবেলার নীতিমালায় পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস।

তিনি গতকাল বুধবার জেনেভায় এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, এটা এখনো আমাদের কাছে নতুন একটি ভাইরাস ও আমরা শিখছি প্রতিনিয়ত। যেহেতু অবস্থার পরিবর্তন হচ্ছে, নতুন তথ্য আসছে, তাতে আমাদের পরামর্শও বদলাবে।

আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য:

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //