করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ৪৮ লাখ ছাড়ালো

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে তিন লাখ ১৬ হাজার ৭১১ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৮ লাখ।

আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের আজ সোমবার (১৮ মে) বাংলাদেশ সময় সকাল ১০টার তথ্য অনুসারে, করোনা মহামারিতে বিশ্বব্যাপী এ পর্যন্ত ৪৮ লাখ ৪ হাজার ৮৪৬ জন আক্রান্ত হয়েছে। 

আক্রান্তদের মধ্যে ১৮ লাখ ৫৮ হাজার ৮০৬ জন সুস্থ হয়ে উঠেছে। তবে আক্রান্তদের মধ্যে ৪৪ হাজার ৮২০ জন আশঙ্কাজনক অবস্থায় থাকায় মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত বছরের ডিসেম্বেরর শেষের দিকে চীনের উহানে প্রথম এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শুরু হয়। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে গতকাল রবিবার পর্যন্ত মোট ২২ হাজার ২৬৮ জন কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে এবং মোট মারা গেছে ৩২৮ জন।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার উপরে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১৫ লাখ ২৭ হাজার ৬৬৪ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৯০ হাজার ৯৭৮ জনের।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে যুক্তরাজ্য। ভাইরাসে এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৬৩৬ জনের ও আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৬৯৫ জন।

করোনায় মৃত্যুতে তৃতীয় স্থানে থাকা ইতালিতে এ পর্যন্ত ৩১ হাজার ৯০৮ জন প্রাণ হারিয়েছে আর আক্রান্ত হয়েছে ২ লাখ ২৫ হাজার ৪৩৫ জন।

করোনায় আক্রান্তের হিসেবে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৭১৯ জন আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৬৫০ জন।

ফ্রান্সে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১০৮ জনে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭৯ হাজার ৫৬৯ জন।

জার্মানিতে করোনায় আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়ালেও মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে কম। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে এক লাখ ৭৬ হাজার ৬৫১ জন ও মৃত্যু হয়েছে ৮ হাজার ৪৯ জনের। 

ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৪১ হাজার ৮০ জন ও মৃত্যু হয়েছে ১৬ হাজার ১২২ জনের।

করোনায় আক্রান্তের হিসেবে তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে রাশিয়া। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৮১ হাজার ৭৫২ জন ও মৃত্যু হয়েছে ২ হাজার ৬৩১ জনের।

করোনায় আক্রান্তের দিক দিয়ে চীনকে ছাড়িয়ে গেছে ভারত। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৯৬ হাজার ১৬৯ জন ও মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯ জনের।

আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য:

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //