বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৭ লাখ ছাড়িয়েছে

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৭ লাখ ছাড়িয়েছে। আর ভাইরাসে মৃত্যু হয়েছে সাড়ে ৩ লাখের বেশি মানুষের। 

আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের আজ বৃহস্পতিবার (২৮ মে) বাংলাদেশ সময় সকাল ১০টার তথ্য অনুসারে, বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৫৭ হাজার ৪৬৭ জনে। আর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৭ লাখ ৯২ হাজার ২৫৩ জন। 

ভাইরাসটিতে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছে ২৪ লাখ ৯৮ হাজার ৭৩০ জন। বর্তমানে ২৯ লাখ ৩৬ হাজার ৫৬ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে এবং তাদের মধ্যে ৫২ হাজার ৯৭৪ জনের অবস্থা গুরুতর।

গত বছরের ডিসেম্বেরর শেষের দিকে চীনের উহানে প্রথম এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শুরু হয়। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার উপরে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১৭ লাখ ৪৫ হাজার ৮০৩ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক লাখ ২ হাজার ১০৭ জনের।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে যুক্তরাজ্য। ভাইরাসে এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৩৭ হাজার ৪৬০ জনের ও আক্রান্ত হয়েছে ২ লাখ ৬৭ হাজার ২৪০ জন।

করোনায় মৃত্যুতে তৃতীয় স্থানে থাকা ইতালিতে এ পর্যন্ত ৩৩ হাজার ৭২ জন প্রাণ হারিয়েছে আর আক্রান্ত হয়েছে ২ লাখ ৩১ হাজার ১৩৯ জন।

করোনায় স্পেনে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৩ হাজার ৮৪৯ জন আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ১১৮ জন।

করোনায় আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ লাখ ১৪ হাজার ৬৬১ জন ও মৃত্যু হয়েছে ২৫ হাজার ৬৯৭ জনের।

ফ্রান্সে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৯৬ জনে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮২ হাজার ৯১৩ জন।

জার্মানিতে করোনায় আক্রান্ত হয়েছে এক লাখ ৮১ হাজার ৮৯৫ জন ও মৃত্যু হয়েছে ৮ হাজার ৫৩৩ জনের। 

করোনায় আক্রান্তের হিসেবে তালিকায় তৃতীয় স্থানে আছে রাশিয়া। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ লাখ ৭০ হাজার ৬৮০ জন ও মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৬৮ জনের।

করোনায় আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে ভারতে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে এক লাখ ৫৮ হাজার ৩৩৩ জন ও মৃত্যু হয়েছে ৪ হাজার ৫৩৪ জনের।

আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য:

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //