করোনা মোকাবেলায় সফল উত্তর কোরিয়া, দাবি কিমের

করোনাভাইরাস মোকাবেলায় উত্তর কোরিয়া ‘উজ্জ্বল সাফল্য’ অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর বরাত দিয়ে বিবিসি জানায়, উত্তর কোরিয়া করোনা মোকাবেলায় সফল হয়েছে এবং স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে সক্ষম হয়েছে।

করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকেই উত্তর কোরিয়া তার সীমান্ত বন্ধ করে দেয়। দেশটি দাবি করেছে, সেখানে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। যদিও বিশ্লেষকরা এমন দাবি প্রত্যাখ্যান করেছেন।

বৃহস্পতিবার পলিটব্যুরোর বৈঠকে কিম দাবি করেন, দলের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে সফলভাবে ভাইরাসটি মোকাবেলা করা সম্ভব হয়েছে।

প্রতিবেশি দেশগুলোতে এখনো ভাইরাসের প্রকোপ চলছে উল্লেখ করে কিম জানান, সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন করা যাবে না। হুট করে মহামারি বিরোধী পদক্ষেপগুলো শিথিল করা হলে তা অকল্পনীয় ও দুঃসহ সংকট তৈরি করবে।

সারা বিশ্বে এখন পর্যন্ত ১ কোটি ১০ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত ৫ লাখ ২৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //