করোনায় মৃত্যুর সংখ্যায় ফ্রান্সকে ছাড়িয়ে চতুর্থ ব্রাজিল

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের মহামারিতে মৃত্যুর সংখ্যায় অন্যতম ক্ষতিগ্রস্ত ইউরোপের দেশ ফ্রান্সকে ছাড়িয়ে বিশ্বে চতুর্থ স্থানে উঠে এসেছে ব্রাজিল।

কভিড-১৯ সংক্রমণের নতুন কেন্দ্র হয়ে ওঠা লাতিন আমেরিকার দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৩১৪ জনে দাঁড়িয়েছে বলে আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ উপাত্তে জানা গেছে।

এছাড়া দেশটিতে ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৫ লাখ ১৪ হাজার ৯৯২ জনে দাঁড়ালো।

যুক্তরাষ্ট্র (১,০৬,১৯৫) , যুক্তরাজ্য (৩৮, ৪৮৯) ও ইতালির (৩৩, ৪১৫) পরই এখন ব্রাজিলেই সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে।

আর ফ্রান্সে করোনায় এ পর্যন্ত ২৮ হাজার ৮০২ জনের মৃত্যু হয়েছে ও আক্রান্ত হয়েছে এক লাখ ৮৮ হাজার ৮৮২ জন।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ৯৫৬ জনের মৃত্যু হয়েছে। সেখানে বর্তমানে প্রতিদিনই প্রায় এক মানুষের মৃত্যু হচ্ছে।

এদিকে আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় শীর্ষস্থানে থাকা ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো ধারাবাহিকভাবে এ সঙ্কটকে খাটো করে দেখানোর চেষ্টা করছেন।

ব্রাজিলের অর্থনীতি ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজ্যগুলোতে জারি করা লকডাউনের সমালোচনা করে আসছেন তিনি।

গতকাল রবিবার (৩১) রাজধানী ব্রাজিলিয়াতে মুখে মাস্ক ছাড়াই তাকে শত শত সমর্থকের সাথে মিলিত হতে দেখা গেছে। 

অপরদিকে পরীক্ষার সংখ্যা কম হওয়ায় দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হবে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

ব্রাজিলে করোনায় মৃত্যুর সংখ্যা দ্রুতই বৃদ্ধি পাচ্ছে। দুই সপ্তাহেই দেশটিতে মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে, যেখানে যুক্তরাজ্যে দুই মাস, ফ্রান্সে চার মাস ও ইতালিতে পাঁচ মাস সময় লেগেছে। 

আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের আজ সোমবার (১ জুন) বাংলাদেশ সময় সকাল ১১টার তথ্য অনুসারে, বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৬৭ হাজার ৪৫৩ জন এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৩ হাজার ৯৬১ জনে। 

ভাইরাসটিতে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছে ২৮ লাখ ৪৭ হাজার ৫৭১ জন। 

আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য:

-বিবিসি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //