ভার্চুয়াল কোর্টে ৮৭৬ আসামির জামিন

ভার্চুয়াল কোর্টে একহাজার ৮৫৬টি জামিন আবেদনের ওপর শুনানি হয়েছে। এর মধ্যে ৮৭৬ আসামির জামিন মঞ্জুর করেন আদালত।

বুধবার (২৭ মে) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন।

সে নির্দেশ অনুসারে গত ১২ মে সারা দেশের বিচারিক আদালত ৩৫০টি আবেদনের শুনানি নিয়ে ১৪৪ জন, গত ১৩ মে এক হাজার ১৮৩ টি আবেদনের শুনানি নিয়ে এক হাজার ১৩ জনকে, গত ১৪ মে এক হাজার ৮২১, গত ১৭ মে তিন হাজার ৪৪৭ জনকে, গত ১৮ মে তিন হাজার ৬৩৩ জন, গত ১৯ মে চার হাজার ৪২ জন এবং গত ২০ মে চার হাজার ৪৮৪ আসামিকে জামিন দেওয়া হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //