প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী ও সচিব মহোদয়কে ধন্যবাদ

প্রাথমিক শিক্ষকদের দীর্ঘ‌দিনের দাবি ছিল ছু‌টি বাড়ানো ও স্কুলের সময়সূ‌চি কমানো নিয়ে। এতো‌দিন কোন মন্ত্রী ও স‌চি‌ব মহোদয়ের হৃদয় স্পর্শ করে‌নি এবার সে‌টি হৃদয় দিয়ে অনুধ‌াবন করে পূরণ করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন, এমপি ও শিক্ষাবান্ধব সচিব মো. আকরাম আল হোসেন।

তাই নিরন্তর ধন্যব‌াদ ও কায়মনে দোয়া থাকলো মাননীয় মন্ত্রী এবং সচিব মহোদয়ের প্রতি। মহান আল্লাহ আপনাদের সুস্থ্য র‌াখুন ও হায়াতে তা‌য়্যিবা দান করুন। 

পাশাপা‌শি উপজেলা পর্যায়ের দুই শিফটের বিদ্যালয়ে শিক্ষকদের জন্য সময় সূ‌চি ৯টা থেকে ৪টা; যা এক শিফটের শিক্ষকদের চেয়ে দুই শিফটের শিক্ষকদের বিদ্যালয়ে ৪৫ মি‌নিট বেশি সময় অবস্থান করতে হবে। তাছাড়া দুই শিফটের বির‌তির সময়টুকু জামাতের নামাযের সাথে মিল করা আবশ্যক তাই বিষয়‌টি সদয় বিবেচনার জন্য বিনীত নিবেদন কর‌ছি।

এবারই প্রথম দৈ‌নিক সমাবেশের পর ৫ মি‌নিট বির‌তি ও নামাযের সময় রাখা এবং প্র‌তি‌টি ক্লাসের পর ১০ মি‌নিট মেন্টাল রিফ্রেশ রাখার ব্যবস্থা করা হয়েছে।‌ আমার ব্য‌ক্তিগত পক্ষ থেকে কর্তৃপক্ষের প্রতি ‌নিরন্তর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন কর‌ছি।

মুহাম্মদ মাহবুবর রহমান (চঞ্চল)
সহকারী শিক্ষক
ক্ষেতলাল উপ‌জেলা, জয়পুরহাট।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //