বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি ও নিয়োগ

করোনাকালে শিক্ষাব্যবস্থা স্থবির। ভর্তি, পরীক্ষা, ক্লাস ইত্যাদির পাশাপাশি অনিশ্চয়তার অনন্ত অপেক্ষার আবর্তে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মীরা। 

এমপিও, ননএমপিও শিক্ষক-কর্মচারীদের দৈনন্দিন কার্যক্রমে ছন্দপতন ও হাহাকার এখন চরমে। এমনই পরিস্থিতিতে অসংখ্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির সময়সীমা পার হয়েছে গত ৩০ জুন। 

থেমে আছে শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ। অনেক প্রতিষ্ঠানের অধ্যক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের ছয় মাস পার হয়ে গেছে। অথচ শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি নবায়ন, অধ্যক্ষসহ অন্যান্য পদে নিয়োগ কার্যক্রম যথেষ্ট জটিল ও দীর্ঘ প্রক্রিয়া। 

অর্থ, তথ্য, যোগাযোগ নানান কিছুই শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ ও স্বীকৃতি নবায়নের সঙ্গে জড়িত। কাজেই করোনাকালীন বাস্তবতা, পরিস্থিতি, পবিত্র ঈদুল আযহা, পরিবহনব্যবস্থা, স্বাস্থ্যবিধি ইত্যাদি বিবেচনায় নিয়োগ ও স্বীকৃতি নবায়নের জন্য সময় বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ ও কর্তৃপক্ষের পদক্ষেপ কামনা করি।

লেখক: মো. আলী এরশাদ হোসেন আজাদ

সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ বিভাগ, কাপাসিয়া ডিগ্রি কলেজ, গাজীপুর।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //