সহকারী প্রধানশিক্ষকেরই প্রধানশিক্ষক পদে নিয়োগ পাওয়া উচিত

এমপিওভুক্ত হাই স্কুলে প্রধানশিক্ষক নিয়োগদানের বিষয়টি এখনো ম্যানেজিং কমিটির নিয়ন্ত্রণে রয়েছে। এই নিয়োগে অধিকাংশ স্কুল অন্য স্কুলের প্রধানশিক্ষককে নিয়োগ দিচ্ছে। অর্থাৎ যিনি বর্তমানে কোনো স্কুলে প্রধানশিক্ষক পদে নিয়োজিত আছেন, তিনিই অন্য স্কুলে প্রধানশিক্ষক পদে নিয়োগ পাচ্ছেন। প্রায় ৯০ শতাংশ স্কুলে এমনটা হচ্ছে। আর সহকারী প্রধানশিক্ষকরা সুযোগ পাচ্ছেন না। অথচ প্রকৃতপক্ষে বিধি মোতাবেক অভিজ্ঞতা সম্পন্ন সহকারী প্রধানশিক্ষকদেরই নিয়োগ পাওয়ার কথা। যারা নিজ স্কুলে প্রধানশিক্ষক হিসাবে অবদান রাখতে পারেন না, তারা অন্য স্কুলে কী করে রাখবেন? তবে প্রধানশিক্ষকদের বদলির ব্যবস্থা করা যেতে পারে, যাদের প্রয়োজন রয়েছে। তাছাড়া শিক্ষক নিয়োগে ঘুষ, দুর্নীতি ও স্বজনপ্রীতি মুক্ত হওয়া দরকার জাতির স্বার্থে।

কাজী আশরাফুর রহমান
সহকারী প্রধানশিক্ষক, ডিয়াবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়, তুরাগ, উত্তরা, ঢাকা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //