টুথপেস্টের বিভিন্ন ব্যবহার

টুথপেস্ট শুধু দাঁতের যত্নে ব্যবহৃত হয় না। ঘরের বিভিন্ন কাজেও এটি ব্যবহৃত হয়। পোকামাকড়ের কামড়, ব্রণ দূর, রূপার গয়না কালো হয়ে গেলে কিংবা বেসিন পরিষ্কার করতে এর জুড়ি নেই। 

ভারতীয় সংবাদমাধ্যম বোল্ডস্কাইয়ের এক প্রতিবেদনে টুথপেস্টের বিভিন্ন ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়েছে। 

১. রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্রণের উপর টুথপেস্ট লাগিয়ে রাখুন। এতে ব্রণের লালচে ভাব দূর হবে। তবে ত্বক যদি স্পর্শকাতর হয় তাহলে টুথপেস্ট লাগাবেন না। 

২. সিঙ্ক ও বেসিন পরিষ্কার করতেও টুথপেস্টের জুড়ি নেই। টুথপেস্ট দিয়ে বেসিন পরিষ্কার করার পাশাপাশি আয়নার পানির দাগ পড়লে তা ও দূর করা যায়। 

৩. কাপে চা বা কফির দাগ লাগলে তাতে কিছুক্ষণ টুথপেস্ট লাগিয়ে রেখে দিন। এরপর ভালো করে ধুয়ে নিন। কাপ নতুনের মতো হবে।

৪. নরম কাপড়ে নন-জেল টুথপেস্ট নিয়ে ঘরের দেয়ালের নোংরা জায়গায় লাগান। তারপর শুকনো কাপড় দিয়ে ঘষে তুলে ফেলুন। 

৫. চামড়ার জুতায় টুথপেস্ট লাগিয়ে জুতা নতুনের মতো করা যায়। যদি জুতা নোংরা হয়ে যায় তাহলে টুথপেস্ট দিয়ে পরিষ্কার করুন।

৬. পোকামাকড় কামড়ালে সেই জায়গায় টুথপেস্ট লাগিয়ে নিন। এতে জ্বালা এবং ফোলা ভাব কমবে।  

৭. আপনার সন্তানের বোতলে দুধের গন্ধ হলে, ব্রাশে টুথপেস্ট লাগিয়ে বোতলটি পরিষ্কার করুন এবং হালকা গরম জলে ধুয়ে নিন। এতে বোতলের গন্ধ দূর হবে। 

৮. রান্না করার পরে হাত থেকে পেঁয়াজ-রসুনের গন্ধ দূর করতে পেস্ট কার্যকরী। হাতে ভাল করে টুথপেস্ট লাগিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলুন। গন্ধ দূর হবে।

৯. কাঠের টেবিলে কোনো দাগ লেগে থাকলে তার ওপর ভাল করে টুথপেস্ট ঘষুন। ভেজা কাপড় দিয়ে মুছে শুকনো কাপড় দিয়ে মুছে নিন।  

১০. রূপার গয়না কালো হয়ে গেলে নরম ব্রাশে টুথপেস্ট লাগিয়ে ঘষুন। তবে বেশি জোরে না ঘষে আস্তে আস্তে ঘষুন। এরপর পাতলা কাপড় দিয়ে মুছে নিন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //