প্রতিষ্ঠাবার্ষিকীতে তথ্যমন্ত্রীর বাণী

সপ্তমবর্ষে পদার্পণ করলো ‘সাম্প্রতিক দেশকাল’। চিন্তা ও তৎপরতার সহযোগী হিসেবে এই সাপ্তাহিক পত্রিকাটি পৌঁছে যাক দেশের সর্বত্র।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার কারিগর ও ‘ডিজিটাল বাংলাদেশ’র স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীন বিকাশে বিশ্বাসী।

একটি গণতান্ত্রিক সমাজে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। আজকের দিনে গণমাধ্যমের ভূমিকা যেমন প্রতিযোগিতাপূর্ণ তেমনি আরও বেশি তাৎপর্যবহ। এই প্রতিযোগিতা জনগণের কাছে বস্তুনিষ্ঠ তথ্য ও বিশ্লেষণ পৌঁছে দেয়ার, সুস্থ বিনোদনের চাহিদা পূরণের। সেই সঙ্গে জনগণকে কল্যাণের পথে উদ্বুদ্ধ করা এবং সচেতন করার ক্ষেত্রে গণমাধ্যমের সুমহান দায়িত্ব রয়েছে।

সাপ্তাহিক পত্রিকায় যেহেতু বিশ্লেষণধর্মী সংবাদ প্রাধান্য পায়, তাই দায়বদ্ধতার মাত্রাটাও বেশি থাকে। এই দায়বদ্ধতার ভেতর থেকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে সংবাদ ও বিশ্লেষণ প্রকাশের পাশাপাশি অসাম্প্রদায়িক বাংলাদেশ ও জঙ্গিবাদবিরোধী সমাজ গঠনে ‘সাম্প্রতিক দেশকাল’ এর নিরলস ভূমিকা বজায় থাকুক এই প্রত্যাশা করছি।

আমি ‘সাম্প্রতিক দেশকাল’ এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।


জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

বাংলাদেশ চিরজীবী হোক।


ড. হাছান মাহ্্মুদ, এমপি

মন্ত্রী

তথ্য মন্ত্রণালয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //