প্রতিষ্ঠাবার্ষিকীতে আতিউর রহমানের শুভেচ্ছা

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল’ পত্রিকাটির ছয় বছর পূর্তিতে এর সঙ্গে সংশ্লিষ্ট সম্পাদক, সাংবাদিক, লেখক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এটি একটি সৃজনশীল সাপ্তাহিকী। প্রবীণ ও তরুণ লেখকদের নানামাত্রিক লেখার পরিচ্ছন্ন প্রকাশ দেখে সাপ্তাহিকীটির প্রতি যে কোনো পাঠকেরই আকর্ষিত হওয়ার কথা। হচ্ছেও তা-ই।

আমাদের সমকালীন সমাজে নীতিবোধের বড়ই আকাল। এ সময়ে কোনটি সঠিক আর কোনটি বেঠিক, তা নির্ণয় করাই মুশকিল। মানুষ অযথা অবিবেচনামূলক গুজব ছড়াতেও বেশ পারদর্শী হয়ে উঠেছে। এমন চ্যালেঞ্জিং এই সময়ে নীতিনিষ্ঠ এই সাপ্তাহিকীটির লেগে থাকার প্রশংসা করতেই হয়। ভবিষ্যতে তারুণ্য ও সুশাসন বিষয়ে আরও সংবাদ ও বিশ্লেষণসহ সাময়িকীটি টিকে থাকুক, করছি সেই কামনাই। 

দিন বদলে যাচ্ছে। প্রযুক্তির কল্যাণে পাঠকের নজর বিক্ষিপ্ত। তাই সংশ্লিষ্ট সবাইকে আরও যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর থেকেও সমাজের ইতিবাচক মূল্যবোধগুলো পাঠকদের কাছে তুলে ধরার আহ্বান জানাচ্ছি।

আতিউর রহমান

সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //