সাংবাদিক কাজলের খোঁজ পাচ্ছে না পরিবার

সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের খোঁজ পাচ্ছে না তার পরিবার। গত ১০ মার্চ রাজধানীর বকশীবাজারের বাসা থেকে বের হওয়ার পর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার।

শফিকুল ইসলাম কাজল ‘পক্ষকাল’ পত্রিকার সম্পাদক। এছাড়া তিনি দৈনিক সমকাল ও বণিক বার্তায় ফটো সাংবাদিক হিসেবে কাজ করেছেন।

নিখোঁজের বিষয়ে শফিকুল ইসলামের স্ত্রী জুলিয়া ফেরদৌস নয়ন সাম্প্রতিক দেশকালকে বলেন, ‘মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ৩টার দিকে মেয়েকে স্কুল থেকে এনে বাসা থেকে বের হন কাজল। এরপর তার সাথে আর যোগাযোগ হয়নি। মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে। আমরা চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।’

গত ৯ মার্চ শেরেবাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। ওই মামলায় শফিকুল ইসলাম কাজলকে তিন নম্বর আসামি করা হয়।

অন্যদিকে, শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সি জানান, সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের দায়ের করা মামলায় কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //