ডিএনসিসির অনুদান পেলেন কাঙ্গালিনী সুফিয়া

প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়া চিকিৎসার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে দুই লাখ টাকা অনুদান পেয়েছেন। 

রবিবার (১৭ নভেম্বর) তাকে এ অনুদান তুলে দেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গণমাধ্যমে কাঙ্গালিনী সুফিয়ার অসুস্থতার খবর দেখেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। বিষয়টি তিনি জানতে চাইলে কাঙ্গালিনী সুফিয়ার আর্থিক দুরবস্থার কথা তাকে জানানো হয়। এরপরই ডিএনসিসির পক্ষ থেকে কাঙ্গালিনী সুফিয়াকে সাহায্যের সিদ্ধান্ত নেন মেয়র।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই অনুদান দেয়ার সময় উপস্থিত ছিলেন বলেও জানান তিনি। 

কাঙ্গালিনী সুফিয়া দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদপিণ্ডের জটিলতায় ভুগছিলেন। তবে সুচিকিৎসার অভাবে সুস্থ হয়ে উঠছিলেন না। অনুদান পেয়ে আবেগে আপ্লুত হয়ে কাঁদলেন ‘বুড়ি হইলাম তোর কারণে গান’ খ্যাত এই শিল্পী। 

মাত্র ১৪ বছর বয়সে গ্রাম্য একটি অনুষ্ঠানে গান গেয়ে পরিচিতি পান তিনি। এরপর বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। সে সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ডিজি মুস্তফা মনোয়ার তাকে উপাধি দেন ‘কাঙ্গালিনী’। সেই থেকে কাঙ্গালিনী সুফিয়া নামে পরিচিতি পান তিনি। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //