জাতির পিতাকে নিয়ে গাইলেন রবি চৌধুরী

বঙ্গবন্ধুর জন্ম-শতবর্ষ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইলেন এক সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী রবি চৌধুরী। 

শুক্রবার (২২ নভেম্বর) রাতে রাজধানীর একটি স্টুডিওতে ‌‘বাংলার শিরোনাম’ নামের এই গানটি রেকর্ড করা হয়।

গানটির কথা লিখেছেন গীতিকবি শুক্লা পঞ্চমী এবং সুর করেছেন মুরাদ নূর।সংগীতায়োজনে কাজ করেছেন মুশফিক লিটু।

বঙ্গবন্ধুর জন্ম-শতবর্ষ উদযাপন উপলক্ষে নির্মিত বিশেষ এই গান প্রসঙ্গে রবি চৌধুরী বলেন, ‘‘আমি নিজে একজন বঙ্গবন্ধু আদর্শের সৈনিক। জাতির পিতার জন্ম-শতবর্ষ উদযাপনে মৌলিক সৃষ্টি থাকবে না, তা কি হয়! আমি, নূর আর শুক্লার সমন্বয়ে ‘বাংলার শিরোনাম’ নির্মিত হচ্ছে। গানটির কথা আর সুর শুনে আমার বেশ ভালোলাগা তৈরি হয়েছে। তাই গানটি করা। আমি বিশ্বাস করি, আমাদের সৃষ্টি একদিন বাংলার শিরোনাম হয়ে উঠবে।’’

সুরকার মুরাদ নূর বলেন, ‘বঙ্গবন্ধু একটি বিশ্বাসের নাম। পৃথিবীর ইতিহাসে সাফল্যের একটি নাম। তাঁর দেশে আমার জন্ম। আমি ধন্য। এমন বিশেষ মানুষকে নিয়ে কিছু সৃষ্টি করা খুবই আনন্দের আর সম্মানের। চ্যালেঞ্জও বটে। অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হয়। মাসুদ পথিকের কথায় বঙ্গবন্ধুকে নিয়ে আরেকটি গান করছি। দুটি গানই অন্তরে লালন করে সময় নিয়ে তৈরি করছি। চেষ্টা করেছি গানে গানে শ্রদ্ধা, ভালোবাসা আর ঐতিহ্য তুলে ধরতে। সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা, এমন ঐতিহাসিক গর্বের কাজে আমাকে সঙ্গে রাখার জন্য।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //