বঙ্গবন্ধুকে নিয়ে অঞ্জন দত্তের গান

কলকাতার স্বনামধন্য কণ্ঠশিল্পী ও অভিনেতা অঞ্জন দত্ত বঙ্গবন্ধুকে নিয়ে গান লিখেছেন। শুধু তাই নয়, গিটারে সুর তুলেও গেয়েছেন গানটি।

ছেলে নীল দত্তকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর ৩২ নং বাড়ি ঘোরার পর গান লিখেন তিনি। 

গানের কথা হলো: এখনো মুক্তি পায়নি অনেক মন/ এখনো চলছে মানুষের হাহাকার/ তাই স্বাধীন চিন্তা যতোবারই হবে খুন/ মনে পড়ে যায় বন্ধু আমার। মনে পড়ে যায় সেই রাতের কথা/ দশ বছরের রাসেলের চিৎকার/ আমার স্বাধীনতার দিনে তুমি হলে শহীদ/ মনে পড়ে যায় বন্ধু আমার।/ মনে পড়ে যায় তোমাকে চে গুয়েভারা/ মনে পড়ে যায় রবি ঠাকুর/ মনে পড়ে যায় মার্টিন লুথার কিং/ মনে পড়ে যায় তোমাকে মুজিবুর।

গানটি গাওয়ার আগে অঞ্জন দত্ত বললেন, “কলকাতা থেকে এসেই সোজা বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়িতে গিয়েছি। একাধিকবার আসলেও সেই স্মৃতিবিজড়িত বাড়িতে কখনো যাওয়া হয়নি। এবার আয়োজকদের কল্যাণে সেখানে যাওয়া হলো।”

৩১তম বিসিএস ক্যাডার আয়োজিত মুজিববর্ষ ও চাকরিতে যোগদানের ৭ম বর্ষ পূর্তির অনুষ্ঠানে গাওয়ার আমন্ত্রণ জানানো হয় অঞ্জন দত্তকে। ঢাকায় এসে বঙ্গবন্ধুর বাড়ি ঘুরে ঘুরে দেখেছেন। তারপর লিখেছেন গানের কথা, তুলেছেন সুর।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //