কবীর সুমনের কথা ও সুরে গাইবেন আসিফ

দুই বাংলায় সমানভাবে জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। নিজের কথা-সুর ও কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। এবার তার কথা ও সুরে গান গাইবেন বাংলা সংগীতের যুবরাজখ্যাত আসিফ আকবর। 

আসিফ নিজেই গানটির বিষয়ে গণমাধ্যমকে জানান। গানটির শিরোনাম ‘সিরিয়ার ছেলে’। গানের কয়েকটি লাইনও ‍তুলে ধরেছেন তিনি। 

গানের কথাগুলো এমন- ‘কে তোমার আম্মা কে তোমার বাবা, কাদের বোমায় ছিল যুদ্ধের থাবা, কাকে বলে ছেলেবেলা জানতে কি পেলে, তিন বছরের সেই সিরিয়ার ছেলে।’

‘সিরিয়ার ছেলে’ গানটির সংগীতায়োজন করছেন শওকত আলী ইমন। প্রকাশ হবে আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে। 

গানটি নিয়ে শওকত আলী ইমন বলেন, ‌শ্রদ্ধেয় কবির সুমনের লেখা ও সুর করা একটা গানের সংগীতায়োজন করতে যাচ্ছি এটা আমার জন্য গর্বের। আর সংগীতের যুবরাজ আসিফ গানটিতে কণ্ঠ দিবে। সব মিলিয়ে আশা করছি আমরা দারুণ একটা গান উপহার দিতে যাচ্ছি। চলতি সপ্তাহেই গানটি রেকর্ড করবো।

গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, আমার কাছে অনুভূতির সর্বোচ্চ জায়গা মানবপ্রেম। শ্রদ্ধেয় কবীর সুমন সেরকম একটি অনুভূতির গান লিখলেন। সিরিয়ার সেই শিশুটি যে বলেছিল আল্লাহর কাছে বিচার দিবে, তাকে নিয়ে গানটি। অদ্ভূত আবেগপূর্ন গানটি সুর করে পাঠিয়ে দিয়েছেন গানওয়ালা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //