বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সম্পর্ক ছিন্ন করলো যুক্তরাষ্ট্র

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাথে সব রকমের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল  শুক্রবার (২৯ মে) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

তিনি অভিযোগ করেন, করোনাভাইরাস মহামারি নিয়ে চীনকে জবাবদিহিতার আওতায় আনতে ব্যর্থ হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির উপর চীনের পুরো নিয়ন্ত্রণ রয়েছে।

বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রার্দুভাবের শুরু থেকেই সংস্থাটির সাথে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়ে আসছিলেন ট্রাম্প। এবার তিনি আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।

হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ট্রাম্প বলেন, জরুরিভাবে নিজেদের সংস্কারে তারা আমাদের অনুরোধ রাখতে ব্যর্থ হয়েছে। আমরা আজ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে আমাদের সম্পর্কের ইতি টানছি। সেখানে করা অর্থায়নের টাকা ফেরৎ এনে বিশ্বের যেসব জায়গায় মানুষের স্বাস্থ্যের উন্নয়নের দরকার সেখানে খরচ করা হবে।

করোনাভাইরাস ইস্যুতে চীনের কাছে জবাব চেয়ে তিনি বলেন, ভাইরাসের ব্যাপারে বিশ্বের কাছে চীনকে জবাব দিতে হবে। আমাদের স্বচ্ছতা থাকা উচিৎ। করোনাভাইরাসের বিষয়ে চীনের কাছে যেসব তথ্য ছিল তা তারা ঠিকমতো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানায়নি। 

তিনি আরো বলেন, বিশ্বকে 'বিভ্রান্ত' করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর চাপ প্রয়োগ করেছিল চীন। চীন বৈশ্বিক মহামারির সূত্রপাত করেছিল, যার ফলে এক লাখের বেশি মার্কিন নাগরিকের জীবন দিতে হয়েছে।

যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবচেয়ে বড় দাতা। দেশটি ২০১৯ সালে ৪০০ মিলিয়ন ডলারের বেশি দান করেছে। -বিবিসি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //