করোনাকে হারিয়ে সুস্থ ১০৪ বছরের বৃদ্ধ

করোনাভাইরাসে সবচেয়ে ঝুঁকিতে বৃদ্ধরা, চিকিৎসা বিজ্ঞানীদের এমন মতকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে দিব্যি সুস্থ হয়ে উঠেছেন উইলিয়াম ল্যাপসিজ।

বুধবার উদযাপন করেছেন ১০৪তম জন্মদিন। আমেরিকার ওরেজনের লেবানন শহরের অধিবাসী এ বৃদ্ধ কয়েকদিন যাবত করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করেছেন।

উইলিয়ামের কন্যা ক্যারোলি ব্রাউন বলেন, বাবা পুরোপুরিই সুস্থ হয়ে উঠেছেন এবং যথেষ্ট হাস্যোজ্জল আছেন। এ সুস্থতায় তিনি খুবই উল্ল­সিত।

লেবানন শহরে নিজ বাড়িতে জাঁকজমকভাবেই পরিবারের সদস্যরা তার জন্মদিন উদযাপন করে। এতে নার্সিং হোমের স্টাফসহ অনেক আত্নীয়স্বজন আসলেও সবাই সামাজিক দূরত্ব বজায় রেখেই ছিলেন।

অনুষ্ঠানে তিনি হুইলচেয়ারে, মাস্ক পরিহিত অবস্থায় ছিলেন। ২০১৬ সালে ১০০তম জন্মদিন উদযাপন করেছিলেন উইলিয়াম, সেটি ছিলো আরো জাকজমকপূর্ণ।

তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয়ী এ সৈনিক করোনার বিরুদ্ধে জয়ী হলেও তার সংস্পর্শে আসা এক ডজনের মতো বন্ধু-স্বজন এখন কভিড-১৯ এ আক্রান্ত, যাদের মধ্যে দুইজন মারা গেছেন।

ইতিপূর্বে ওরেজনে ৯৫ বছর বয়সী আরেক বৃদ্ধ করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন।-ফক্স নিউজ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //