বাগদাদের দেয়ালে নারী জাগরণ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯, ০১:৩২ পিএম

ইরাক জুড়ে গত অক্টোবর থেকে শুরু হয়েছে সরকারিবিরোধী বিক্ষোভ। বিক্ষোভের মুখে দেশটির প্রধানমন্ত্রী আদেল আব্দুল-মাহদি পদত্যাগ করেন।

বিক্ষোভে এ পর্যন্ত চার শতাধিক মানুষ নিহত ও ১৫ হাজার আহত হয়েছেন। দুর্নীতি বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পাশাপাশি সরকারি সেবার মান বাড়ানো ও কর্মসংস্থানের সংকট দূর করার দাবিতে এই আন্দোলন শুরু হয়।

এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ঐতিহ্যগতভাবে পিতৃতান্ত্রিক সমাজের ঠিক বিপরীত একটি অংশের প্রতিনিধিত্ব করেন। ইরাকের এই বিক্ষোভে সেই নারীরাই নিয়েছেন নেতৃত্ব। -বিবিসি






সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //