করোনায় ঢাকা ও নারায়ণগঞ্জের চিত্র

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ০৪:৪২ পিএম

বিশ্বে ভয়াবহ রূপ নিয়েছে করোনা সংকট। দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম তিনজন রোগী শনাক্ত করা হয়। এরপর থেকে যতই দিন যাচ্ছে ততই রোগীর সংখ্যা ও সংক্রমণের হারও বৃদ্ধি পাচ্ছে।

দেশে গত ২৪ ঘণ্টায় আরো চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে (কভিড-১৯) মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়ালো।

গত ২৪ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ ১৩৯ জন ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত রোগী বলে শনাক্ত হয়েছে। এরফলে মোট আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে হয়েছে ৬২১ জন।  

প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি নানা পদক্ষেপ নেয়া হচ্ছে; যার মূলে রয়েছে মানুষে মানুষে সামাজিক দূরত্ব বজায় রাখা। মানুষকে ঘরে রাখতে রাজপথের পাশাপাশি পাড়া-মহল্লায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র‌্যাব ও পুলিশ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //