রাজধানীর নিম্নাঞ্চলে কমছে বন্যার পানি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ আগস্ট ২০২০, ০৭:১৮ পিএম

আপডেট: ১৪ আগস্ট ২০২০, ০৭:৩২ পিএম

দীর্ঘ সময় বন্যাকবলিত থাকার পর অবশেষে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা থেকে কমতে শুরু করেছে পানি। গত ২০ জুলাইয়ের পর থেকে ঢাকার বন্যা পরিস্থিতি অবনতি হতে থাকে। চার নদীর পানি বিপদসীমা অতিক্রম করে প্রবাহিত হওয়ার কারণে ঢাকার আশপাশের নিম্নাঞ্চল বন্যার পানিতে তলিয়ে যায়। পানি প্রবেশ করে সিটি করপোরেশন এলাকার মধ্যে। ফলে এসব এলাকার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করতে থাকে। রাস্তা ঘাট, স্কুল কলেজ ও অবকাঠামো সব পানিতে তলিয়ে যায়। পানি প্রবেশ করে মানুষের বসতঘরে। ফলে উঁচু মাচা তৈরি করে এবং নৌকায় তারা জীবনযাপন শুরু করে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

বিষয় : বন্যা ছবিঘর

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //