একটি সোনালি ভোরে-

একশটা হলুদ বাতি জ্বেলে আলোকিত করছো সমাজ?

কী ক’রে যে ভাবো- এইভাবে বদলাবে সময়; 

বলার কথা বলতে গেলে- মুখ চেপে ধরছো,

বর্ণমালা খেয়ে নিচ্ছো, সবুজ ঘাস ফেলছো দলে

পায়ে পায়ে, ছন্দের প্রপাতে তো ফুল নেই-পাহাড়ি

ঝর্ণার সেই সুর নেই, আদিবাসী মেয়েটিও রক্তাক্ত।


আর ঘরে ঘরে তো গুম-খুন-

গণিত এত সরল যদি বুঝত মানুষ

তবে তো রাজনীতিকে বাদ দিত

ভুলে যেত শস্যশালায় ইঁদুর ঢোকা অপরাধ না।


এইসকল ভুল ভেবে আর কতকাল-

এইসকল অন্ধকার পেরিয়ে পেরিয়ে

অপেক্ষা করবো একটি সোনালি ভোরের...

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //