জেগে উঠা ঘুম

নরম কুয়াশার গন্ধে কিংবা বরফগলা বাতাসে

জেগে উঠে কয়েকটি দূর্বাঘাস

মাথা পেতে নেয় হিমের কিটকিটে উষ্ণতা

চুষে নিয়ে যায় গোড়া অবধি

যেখানে নিজস্ব শৈশব চিত হয়ে থাকে,

এরপর এক পা, দু পা ছুটে আসে

বালিকার কইতরি ঠ্যাং

একে একে দলে যায় কৈশোর যৌবন

গুটিকয়েক ব্যর্থ পাতা

সবুজ আগুনে জ্বলন্ত স্বপ্ন


ঘাসপোকার সঙ্গমে

হুটহাট নড়ে বসে নীরব কোলাহল

পুবের আলো উঁকি দিতেই

উবে যায় সম্ভ্রমের নবাবী চাদর

নগ্ন আমি সবুজ দুঃখ নিয়ে দণ্ডায়মান

এক পা তোলা বকের মতন

ওঁৎপেতে চেয়ে থাকি প্রতিটি শুভ্ররেণুতে

স্বচ্ছ শিশিরে নিজের কোটিখানেক মুখোচ্ছবি ভেসে উঠে

এ রাজ্যের কোথায়ও কল্যাণী নেই অথবা বলিকার কইতরি পা...

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //