নদী বিষয়ে

নদীর যখন জন্মকাল, ছেলেবেলা-

অল্প বয়েস, 

তখন নদী অবলীলায় 

পাথর ভাঙে; 

তার আচার, তার খেলাই

এমনতর- 

ভাঙতে-ভাঙতে জয় লিখে যায় সকল শিলায়। 

একদিন তার পথ বড় হয়, 

রথ পড়ে যায়, নুড়ি-পাথর সব জড়ো হয়, 

নদীর আসে খারাপ সময়-

অনেক বাধা; 

সেদিন নদীর মরা গাঙে 

বান চলে যায়, 

শালিখ-চিলের গান চলে যায়। 

এবার নদী জ্যোতিষ করে,  

হাতভরসা পাথর পরে, 

যে-সব পাথর নিথর ছিল জলের ক্ষয়ে! 

তার হাতেই জীবনমরণ-

নদী এখন একান্তে বয়

পাথর এবং পলিকাদায়

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //