ওবায়দুল কাদেরকে বাইরে বের হতে নিষেধ করেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা  বলেছেন, বর্তমান করোনা পরিস্থিতির কারণে সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বাসার বাইরে যেতে নিষেধ করা হয়েছে। 

করোনায় চলমান সংকটবস্থায় সতর্ক হয়ে চলাফেরার জন্যই এ নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।  

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ভিডিও কনফারেন্সে নোয়াখালী জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, আজকের এই অনুষ্ঠানে মন্ত্রী ওবায়দুল কাদের থাকতে পারতেন। কিন্তু তাকে বাইরে যেতে নিষেধ করা হয়েছে। আমি তাকে বাইরে বের হতে না করেছি।

প্রধানমন্ত্রীর এমন নির্দেশনায় গত কয়েকদিন থেকে ধানমন্ডির দলীয় কার্যালয়েও ওবায়দুল কাদের উপস্থিত হচ্ছেন না। তবে বাসা থেকেই ভিডিও কনফারেন্সে সমসাময়িক ইস্যুতে গণমাধ্যমে কথা বলছেন তিনি। 

নোয়াখালী-৫ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সপ্তম, নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

গত বছরের ৩১ মার্চ শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বিএসএমএমইউতে ভর্তি হন তিনি। সেসময় পরীক্ষায় তার করোনারি আর্টারিতে ব্লক পাওয়া যায়। পরে চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। গত বছরের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার হার্টের বাইপাস সার্জারি হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //